মোবাইল গ্রাহকদের কথা বলার ওপর করহার বাড়ানো হয়েছে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। আগে এই করহার ছিল ৫ শতাংশ। এবার এই করহার ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। এর ফলে মোবাইল গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে তা থেকে প্রায় ২৭ টাকা কর হিসেবে কেটে নেয়া হবে। আগে ১০০ টাকা রিচার্জ করলে ২২ টাকা কর হিসেবে কেটে নেয়া হতো। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেন। তিনি অসুস্থ থাকায় বাজেটের কিছু অংশ পেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মন্ত্রিসভা প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেয়। জানা গেছে, মোবাইল সেবার ওপর বর্তমানে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার সঙ্গে ১ শতাংশ সারচার্জসহ মোট করের পরিমাণ প্রায় ২২ শতাংশ। প্রস্তাবিত বাজেটে বিদ্যমান করের সঙ্গে আরো ৫ শতাংশ যোগ করা হচ্ছে। এর ফলে গ্রাহকের খরচও বেড়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn