যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির। কারাগার সূত্র জানিয়েছে, রাত পৌনে ১২টায় ঝড়ু ও মকিম নামে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়। এরআগে রাত ১১টার পর যশোর জেলা ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান ও সিভিল সার্জন ডা. দীলিপকুমার রায় কারাগারে ঢোকেন। আনা হয় অ্যাম্বুলেন্স। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুই খুনির ফাঁসি কার্যকর হয়েছে, তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউপি মেম্বার মনোয়ার হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন। এ দুজন হলেন—আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামের আরশেদ সরদারের ছেলে গোলাম রসুল ঝড়ু সরদার (৬৫) ও মুরাদ আলীর ছেলে মকিম হোসেন (৫৫)। এ মামলার বাদী ছিলেন নিহতের ভাই অহিম উদ্দিন। জেল সুপার কামাল হোসেন রাত ১২টায় গণমাধ্যমকর্মীদের জানান, ইউপি মেম্বার মনোয়ার হোসেন হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে রাত পৌনে ১২টায়। এ দুই খুনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn