যে ৫টি বিষয়ে পরিবর্তন আসতে পারে চূড়ান্ত বাজেটে

 আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ১ জুন সংসদে উপাস্থাপনের পর থেকেই এটিকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। আর এ কারণে ২৮ জুন বুধবার জাতীয় সংসদে এই প্রস্তাবনার পাঁচটি বিষয়ে কিছুটা পরিবর্তন আনা হতে পারে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবিত আগামী অর্থবছরের বাজেটে যেসব বিষয়ে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো:

নতুন ভ্যাট আইন স্থগিত

ব্যবসায়ীদের তুমুল বিরোধিতার মুখে নতুন ভ্যাট আইন ২০১২ অনুযায়ী সকল ধরনের পণ্যের উপর ১৫ শতাংশ কর ধার্য করার সিদ্ধান্ত বাতিল করা হতে পারে।

বর্তমান ভ্যাট আইনে পরিবর্তন

বর্তমান ভ্যাট আইন ১৯৯১ এ কিছুটা পরিবর্তন আনতে পারে সরকার।

ব্যাংক সঞ্চয়ে আবগারি শুল্কের হার অপরিবর্তনীয়

ব্যাংক সঞ্চয়ের ওপর থেকে আবগারি শুল্ক হিসেবে এক থেকে ১০ লাখ টাকায় ৮০০ টাকা কেটে নেওয়ার প্রস্তাব করা হয় আগামী অর্থবছর থেকে। তবে সেই পরিবর্তন না এনে রাখা হতে পারে পূর্বের নিয়ম। আগে আবগারি শুল্ক হিসেবে এক থেকে ১০ লাখ টাকায় কাটা হতো ৫০০ টাকা।

স্বাস্থ্য, শক্তি ও বিদ্যুতে ভ্যাট বাতিল

স্বাস্থ্য খাত, জ্বালানি ও বিদ্যুৎ বিলের খাত এবং কিছু কৃষি যন্ত্রপাতিতে ভ্যাট পুরোপুরি তুলে নেওয়া হতে পারে।

আমদানিকৃত কাঁচামালে শুল্ক

উপরের সিদ্ধান্তগুলো নেওয়া হলে সরকার প্রায় ১৭ হাজার কোটি টাকার ঘাটতিতে পড়বে। আর এই ঘাটতি মেটাতে আমাদানিকৃত কাঁচামাল ও অন্যান্য আমদানিকৃত জিনিসে শুল্ক বসাতে পারে সরকার।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর