সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার মহিলা কলেজে রড ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। ঘটনাটির খবর পেয়ে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এমপি ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পেয়েছেন। সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া জানান, শনিবার সকালের দিকে তিনি স্বশরীরে কলেজে গিয়ে তিনি অভিযোগটির সত্যতা করার জন্য ভবনের কয়েকটি পিলার ভাঙেন। এসময় দেখা যায় পিলারগুলোর ভিতরে কোন রড নাই। শুধু মাত্র উপরের দিকে কয়েকটি রড বের করে রাখা হয়েছে। এই ভবনটির নির্মাণব্যয় সাড়ে তিনকোটি টাকা। এসময় এমপি এহিয়া কলেজে অবস্থানকারী তিন ঠিকাদারকে জালিয়াতির অভিযোগে আটক করেন। এসময় কলেজে থাকা সরকারী এক প্রকৌশলী পালিয়ে যান। বিষয়টি ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে অবগত করেন। বর্তমানে আটকৃকতরা ওসমানীনগর থানায় আটক আছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এহিয়া। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা বলেন, সংসদ সদস্য মহোদয় তিন ব্যক্তিকে আটক করে থানায় দিয়েছেন। তাদের বিরুদ্ধে গোয়লাবাজার মহিলা কলেজের ভবণ নির্মাণকাজে প্রতারণার অভিযোগ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn