জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এর চূড়ান্ত পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের মেয়ে শ্রীজিতা এন্দ। প্রথম স্থান অধিকার করায় বুধবার (১২ মে) রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করে শ্রীজিতা। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। শ্রীজিতা সিলেটের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতীক এন্দ ও সঙ্গীতা করের মেয়ে। সে সিলেটের আনন্দনিকেতন স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী। গত ২৫ মে বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত বিষয়ে বিচারক ছিলেন- সাদি মহম্মদ, পাপিয়া সারোয়ার ও তপন মাহমুদ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn