মাসুদা ভাট্টি এর ফেসবুক স্ট্যাটাস থেকেঃঃ সিরাজুল আলম খান-কে যারা রহস্যপুরুষ বানানোর জন্য উঠেপড়ে লেগেছেন তারা এটা কখনও ভেবেছেন কিনা জানি না যে, কোন্ সে রহস্য তিনি আসলে পুষে রেখেছেন, সেই বহুবার বলা নিউক্লিয়াস তত্ত্ব ছাড়া? কিন্তু তার কাছে জাসদ গঠনের রহস্য নিয়ে প্রশ্ন খুব কম মানুষকে করতে দেখেছি— জাসদ গঠনের ফান্ড, উদ্দেশ্য, জাসদের রাজনীতিসহ বাংলাদেশকে একটি ভয়ংকর বিপজ্জনক জায়গায় ঠেলে দেয়ার মাধ্যমে দেশের রাজনীতি থেকে জাসদের মোটামুটি প্রস্থান এসব বিষয়ে এই তথাকথিত রহস্যপুরুষের কোনো রকম রহস্য ছাড়া সোজা সাপ্টা বক্তব্য জানাটা জরুরী। তা না করে উনি এখন চির প্রস্থানের আগে তার রহস্যময় মাথা থেকে পঁচা গন্ধ উগরে দিচ্ছেন ইতিহাসের নাম করে, দেশের ইতিহাসে তার মূল্য কতোটা সে প্রশ্ন করারও কোনো অর্থ হয় না। একজন আপাদমস্তক ব্যর্থ রাজনীতিবিদ যিনি না পেরেছেন নিজস্ব কোনো রাজনৈতিক ধারা প্রচলন করতে, না পেরেছেন কোনো রাজনৈতিক তত্ত্ব দিয়ে দেশের রাজনীতিকে সমৃদ্ধ করতে, মাঝে মাঝে ষড়যন্ত্রী হিসেবে নিজেকে জাহির করতে পর্যন্ত ব্যর্থ হয়েছেন— রহস্য ছাড়া এই ব্যর্থতা ঢাকার আর কোনো আবরন তার হাতে আছে কি? দু:খজনক হলো আমাদের যেহেতু আর কিছুই করার/লেখার নেই তাই এই কথিত রহস্যপুরুষের “রহস্য” নিয়েই আমরা ঘেঁটে চলেছি বছরের পর বছর ধরে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn