মেসির হ্যাটট্রিকে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তাদের সঙ্গে একই রাতে বিশ্বকাপ নিশ্চিত হলো কলম্বিয়া, ফ্রান্স ও পর্তুগালের মতো দলগুলোর। রাশিয়া বিশ্বকাপে অংশ নেবে মোট ৩২টি দল। সেগুলোর মধ্যে ২৩টি এখন পর্যন্ত বিশ্বকাপে নিজেদের অংশগ্রহন নিশ্চিত করতে পেরেছে। রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে আরও ৯টি দল আসার অপেক্ষায় রয়েছে। এদের অনেকেই আবার অংশ নিতে হচ্ছে প্লে-অফের কঠিন যুদ্ধে। ছয়টি কনফেডারেশনস থেকে বাছাইপর্বের ধাপ পেরিয়ে মোট ৩১টি দল জায়গা করে নেবে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলবে রাশিয়া। ২০১৮ বিশ্বকাপের জন্য কোন কোন দল টিকিট নিশ্চিত করেছে চলুন দেখে নেই এশিয়া (এএফসি): ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব। ইউরোপ (উয়েফা): বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন।আফ্রিকা (সিএএফ): মিসর ও নাইজেরিয়া। কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান): কোস্টারিকা, মেক্সিকো ও পানামা। দক্ষিণ আমেরিকা (কনমেবল): ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn