ভারতের বিরোধী দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রদেশের মান্দসুরে চলমান বিশৃঙ্খলাস্থল সফরে যাওয়ার সময় নিমচ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার তিনি এক টুইট বার্তায় জানিয়েছিলেন, পুলিশের গুলিতে নিহত পাঁচ কৃষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কিন্তু ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করে, রাজনৈতিক আনুকূল্য লাভের জন্য তিনি সেখানে যাচ্ছেন। মান্দসুরের কৃষকরা তাদের ফসলের ভাল দাম ও ঋণ মওকুফের দাবিতে আন্দোলন করে আসছেন। রাহুল গান্ধী সেখানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। একপর্যায়ে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় তাকে আটক করা হয়। রাহুল গান্ধী বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিজাতদের জন্য অর্থ ত্যাগ করেছেন। কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করতে পারেন না। তিনি চাষিদের শুধু বুলেট দিতে পারেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn