বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলাটি চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশে বিচারিক আদালতে চলমান মামলাটি অন্য আদালতে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে। আদালতে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার নিজের পক্ষে শুনানি করেন। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায়  মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগ আনে দুদক।
গত ২১ জুন মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ) করে এ মামলার বিচার শুরু করেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েসের আদালত। হাইকোর্টে এ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে একটি ও ওই আদালত পরিবর্তন চেয়ে আরেকটি আবেদন করেন মওদুদ। আজ দু’টি রিটের শুনানি শেষে মামলাটি চলবে বলে আদেশ দেন আদালত। একই সঙ্গে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েসের আদালত পরিবর্তে অন্য আদালতে এ মামলার বিচারিক কার্যক্রম চালানোর আদেশ দেন হাইকোর্ট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn