সাভারের বিরুলিয়া সীমান্ত এলাকার বোর্ড নগর বেড়ীবাঁধে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন সাভার হাইওয়ে সার্কেল গাজীপুর রিজিয়ন (গাজিপুর) সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান তালুকদার (৫০)। বুধবার বিকেলে মিরপুর বেড়ীবাঁধ সড়কের বিরুলিয়ার বোর্ড নগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মিরপুর রূপনগর থানা পুলিশ।

মিরপুর রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, গত রাতে সেহরির পরপরই সাভার মহাসড়কে দায়িত্ব পালনের জন্য উত্তরার ৫ নম্বর সেক্টর এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে বের হন মিজানুর রহমান। পরে বিরুলিয়ার বেড়ীবাঁধ এলাকার মিরপুর বেড়ীবাঁধ সড়কের বোর্ড নগর এলাকায় দুর্বৃত্তরা তাকে গলায় গার্মেন্টস এর ঝুট দিয়ে শ্বাস রোধে হত্যা করে লাশ মহাসড়কের জঙ্গলে ফেলে দেয়। পরে বিকেলে স্থানীয়রা তার লাশ দেখে মিরপুর রূপনগর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঘটনস্থল পরিদর্শন করেছে সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট। নিহত পুলিশ কর্মকর্তার মোবাইল পকেটে থাকলেও তার মানিবাগ নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত পুলিশ কর্মকর্তা টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আনেহলা গ্রামের বাকি তালুকদারের ছেলে। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার। এ ঘটনায় রুপনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn