বার্তা ডেস্ক :: কয়েকদিন আগেই শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন সেই খবর। এবার সেই অবস্থাতেই পার্টি করার অভিযোগ উঠল পপস্টার ম্যাডোনার বিরুদ্ধে। তারকা ফোটোগ্রাফার স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন ম্যাডোনা।সম্প্রতি স্টিভেন ও ম্যাডোনার সেই পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দেখে স্পষ্ট, পারস্পরিক দূরত্ব বজায় রাখার কোনও চেষ্টাই করেননি ম্যাডোনা। উল্টে একে অপরের গায়ে ঢলে পড়েছেন। যদিও কোনও ধরনের নিয়ম ভাঙার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ম্যাডোনার ম্যানেজার। পার্টিতে থাকা প্রত্যেকেই একমাসেরও বেশি সময় ধরে কোয়ারেন্টাইনে ছিলেন বলে তার দাবি। কিছুদিন আগেই করোনার অ্যান্টিবডি টেস্ট করার ম্যাডোনা। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। শরীরে অ্যান্টিবডির উপস্থিতির অর্থ সেই ব্যক্তি কোনও না কোনও সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে মার্কিন স্বাস্থ্য দফতর এখনও নিশ্চিত করে বলেনি যে, অ্যান্টিবডি থাকা মানেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে।

প্রসঙ্গত, কোয়ারেন্টাইনে থাকার সময়ে ম্যাডোনার একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। করোনা প্যানডেমিককে ‘the great equalizer’ বলে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে করোনা মোকাবিলায় দশ লাখ মার্কিন ডলার দান করে প্রশংসা কুড়োন ম্যাডোনা। পুরানো বিতর্ক ফিকে হওয়ার আগেই অবশ্য ফের নতুন বিতর্কে এই পপ ক্যুইন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn