সিলেট  :: গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে হজরত শাহজালাল (রহ.) মাজারে ৭০০তম বার্ষিক ওরস শুরু হয়েছে।  মঙ্গলবার সকাল থেকে মাজারে গিলাফ ছড়ানো হচ্ছে। চলবে বিকেল পর্যন্ত। আগামীকাল বুধবার ভোররাতে আখেরি মোনাজাতের পর শিরনি বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে ওরস। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে ঢল নেমেছে শাহজালাল ভক্ত-আশেকানদের। সকাল থেকে ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগানে মিছিলে মিছিলে হজরত শাহজালালের (রহ.) মাজারে গিলাফ ছড়াতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ভক্ত আশেকানরা। সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মাজারে গিলাফ ছড়াতে আসছেন। ওরসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগের নেতারা মাজারে গিলাফ দিয়েছেন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে গিলাফ দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটের দরগাহ গেট এলাকায় তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তাঁকে দাফন করা হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn