বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম:: নৈতিকতার চরম অধঃপতনে আমরা দিশাহারা। কোথাও সম্ভাবনার আলো দেখছি না। সবখানেই কেমন মারাত্মক ভাটির টান। মেরে কেটে কেউ বড় হতে পারলেই যেন বেঁচে যায়। অন্যের প্রতি কোনো দয়া-মায়া-শ্রদ্ধা-ভক্তি নেই। কেমন যেন দানবীয় পশুত্বের ভাব। অন্যকে আঘাত করতে, মানহানি করতে কেন যেন কারও এতটুকু বাধে না। পরকে হেঁট করতে পারলেই যেন মহা আনন্দ- এ তো কোনো সভ্যতা হতে পারে না, মনুষ্যত্ব হতে পারে না। মানুষের বুদ্ধি, বিবেক-বিবেচনা থাকবে, অন্যের ক্ষতি চাওয়ার আগে দশবার ভাববে কারও চরিত্র হনন করলে তার যে ক্ষতি হবে, যেমন লাগবে; অন্য কেউ তার চরিত্র হনন করলে তারও তো তেমন লাগবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn