সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে :এমপি মানিক
মাহবুব-আলম-
সরকারি প্রতিষ্ঠান ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেন সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে সারা দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার বিকালে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে উপজেলার মায়েরকুল ও মহব্বতপুর গ্রামে পল্লী বিদ্যুতের উদ্ভোধন কালে এমপি আরো বলেন ছাতক উপজেলায় ইতোমধ্যে ৮০ শতাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং বাকী ২০ শতাংশ ২০১৭ সালের মধ্যেই প্রদান করে উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়িত ঘোষণা করা হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি নাগরিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। ছাতক উপজেলা আ’লীগ নেতা দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও দক্ষিণ খুরমা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক ও ছাত্রলীগ নেতা রাজীব আহমেদের যৌথ সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আ’লীগের সহ সভাপতি এড রাজ উদ্দিন‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ‚ দক্ষিণ খুরমা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন‚ ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন‚ ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাস্টার‚ সিলেট মহানগর আ’লীগের সদস্য আব্দুস সোবাহান‚ সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক উপজেলা আ’লীগ নেতা আফজাল হোসেন‚ ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ‚দক্ষিণ খুরমা ইউপি আ’লীগের সভাপতি আব্দুল মান্নান‚ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাউয়া বাজার ডিগ্রী কলেজের প্রভাষক নাজমুল হোসেন‚যুবলীগ নেতা বিমান ঘোষ‚ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা টিএম রায়হান আহমদ‚ গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা শিপলু আহমদ‚প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী। সভা শেষে এলাকাবাসীদের সাথে ইফতার করেন এমপি মানিক।