সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেছেন,সরকার মহিলাদের ক্ষমতায়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে মহিলাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া সরকারের উন্নয়ন মূলক কর্মকাকাণ্ড জনগণকে অবহিত করতে হবে। বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে নারীদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উপলক্ষে উঠান বৈঠক ও সরকারি ভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও লুফিয়া জান্নাতের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, ডাঃ শারমিন আরা আশা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দে, উপজেলা উপ-সহকারি কৃষি উদ্বিদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ শীল, তথ্যসেবা সহকারি মুক্তা রাণী দাস, বাসিরা আক্তার, আবদুল কাফী, স্থানীয় ইউপি সদস্য অর্জুন দাস, নারী ইউপি সদস্য হনুফা বেগম, সাংবাদকর্মী মীরজাহান মিজান প্রমূখ। এ সময় শংকর জ্যোতি দে, আমির হোসেন, রূপক বৈদ্য, মুক্তি রাণী দাস সহ শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তাছাড়া বিনামূল্যে প্রায় ৭০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn