অলরাউন্ডার সাইফউদ্দিনের অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া সফরে সিরিজ জয় করেছে বিসিবি হাইপারফরম্যান্স দল। ডারউইনের মারারা ক্রিকেট মাঠে বিসিবি হাইপারফরম্যান্স দলের দেওয়া ২৬৭ রানের জবাবে খেলতে নেমে ২২৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি একাদশ। এর ফলে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বিসিবি হাইপারফরম্যান্স দল। প্রথম ম্যাচে এক উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৭০ রানে জয় পেয়েছিল টাইগার যুবারা। তৃতীয় ম্যাচে ৪২ রানের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের অধিনায়ক লিটন কুমার দাস। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করে টাইগার যুবারা। দলের হয়ে সেঞ্চুরি (১০৪ রান) করেন অলরাউন্ডার সাইফউদ্দিন।  এছাড়া ওপেনার এনামুল হক বিজয় করেন ৩৬ রান। প্রথম ম্যাচে জয়ের নায়ক স্পিনার তানভীর হায়দার এই ম্যাচে করেন ৩৬ রান। ২৬৮ রানের টার্গেটে খেলতে নেমে টাইগার বোলারদের সামনে অ্যালেক গ্রেগরি ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। ১৪৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ২২৫ রানেই গুটিয়ে যায় নর্দান টেরিটরি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn