সাত মেগা প্রকল্পে ৩০ হাজার ৯২৮ কোটি টাকা বরাদ্দ

 চলতি অর্থবছরের বাজেটে পদ্মা সেতু, পদ্মা সেতুতে রেল সংযোগ, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রসহ ৭ মেগা প্রকল্প বাস্তবায়নে ৩০ হাজার ৯২৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ সব প্রকল্পে সংশোধিত বাজেটে বরাদ্দ রয়েছে ১৫ হাজার ৪৯৬ কোটি ৪৫ লাখ টাকা। এতে আগামী অর্থবছরের বরাদ্দ বাড়ছে প্রায় দ্বিগুণ। ১ লা জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় আলাদা করে মেগা প্রকল্পের জন্য বাজেট উপস্থাপন করেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) উপস্থাপন করা হয়। আগামী অর্থবছর একক প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র। এ প্রকল্পে এবার দেয়া হয়েছে ১০ হাজার ১৮৬ কোটি ৭৫ লাখ টাকা।  চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে প্রকল্পটিতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ৪০৭ কোটি টাকা। নতুন অর্থবছরে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেয়া হচ্ছে ৫ হাজার ৫২৪ কোটি ৩৬ লাখ টাকা

পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৭ হাজার ৬০৯ কোটি ৮১ লাখ টাকা। দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৫৬১ কোটি ২৪ লাখ টাকা।  এছাড়া পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বরাদ্দ রয়েছে ৪০০ কোটি টাকা। চলতি মেয়াদের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির বড় কয়েকটি প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান করতে চায় সরকার। ফলে এডিপির বড় অংশ চলে যাচ্ছে মেগা প্রকল্প  বাস্তবায়নে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর