সিলেট: করোনাভাইরাসের সময় বাংলাদেশে সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  করোনাকালীন সেবা শেষে বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তবে সব প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মেনে সেনা সদস্যদের অংশ নেয়ার আহ্বান জানান তিনি।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ১৭ পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসে নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  পতাকা উত্তোলন প্যারেডে সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপুর্ন অবদান রাখছে এ বাহিনী। একই ধারা ভবিষ্যতেও দেশের অখন্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সিলেট অঞ্চলের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি,  ৭৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ২ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডন্যান্স ডেপো, সিলেটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান।এসময় ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর মুহাম্মদ জুবায়ের সালেহীন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn