প্রখ্যাত সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক সালেহ চৌধুরী স্মরণে তার নিজ জন্মস্থান সুনামগঞ্জে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের শহরের পুরাতন শিল্পকলা একাডেমির মিলানায়তনে এ শোকসভার আয়োজন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। শোকসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তথ্য সচিব মো. মরতুজা আহমেদ বলেন, সালেহ চৌধুরী ছিলেন অসাম্প্রদায়িক, মুক্তিবুদ্ধির লোক। তার চেতনা আমাদের মাঝে যেন যুগে যুগে বিস্তৃত থাকে। সচিব বলৈন, তার পরিচয় শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তিনি একজন আর্কিটেক্ট ছিলেন, একজন চিত্রশিল্পী ছিলেন, তিনি প্রখ্যাত সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক। সুনামগঞ্জেরসহ অনেক শহীদ মিনারের নকশা তিনি করেছেন। দেশের প্রতি তার মমতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি চাইলে সরকারের চাকুরিজীবী, আমাদের মত সচিব অনেক আগে হতে পারতেন। কিন্তু উনার কোন কিছুতেই লোভ ছিল না। বর্তমান প্রজন্মকে তার স্মৃতিকে ধরে রাখতে হবে।
সভায় বক্তারা বলেন, সালেহ চৌধুরীর মত মানুষের চিন্তা চেতনার বিকাশ, আশা আকাঙ্খা, স্বপ্নের বাস্তবায়ন আমাদের করতে হবে। তিনি তার কর্মের মধ্য দিয়ে যুগ যুগ আমাদের মাঝে বেঁচে থাকবেন।  সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় শোকসভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক হোসেন তৌফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আবু সুফিয়ান, সাংবাদিক আল আজাদ, শহিদুজ্জামান চৌধুরী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn