প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বৃহত্তর সিলেট অঞ্চলকে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, মানবসম্পদের উন্নয়ন করতে সবা্কে একযোগে কাজ করতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় চাকরিজীবী পরিষদ আয়োজিত এক পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আমি মনে করি, বাংলাদেশের মধ্যে সিলেট একটি অসাম্প্রদায়িক জেলা। দেশের অন্যান্য জায়গায় সাম্প্রদায়িকতার খবর পেলেও, আমার জানা মতে সিলেটে সাম্প্রদায়িকতার কিছু হয়নি। তিনি বলেন, সিলেটে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা আছে এবং আমাদের সঙ্গে ভারতের সাতটি করিডোর রয়েছে। এসব কাজে লাগাতে হবে। সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সিলেট একসময় ইতিহাস ঐতিহ্যে অনেকদূর এগিয়ে ছিল। কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে পড়ছি। আমরা চাই সবাই মিলে সিলেটের এই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধার করবো। এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জনাব বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইজি প্রিজনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সিলেটের-সুনামগঞ্জের দূর্গত হাওর অঞ্চল এবং বন্যা দুর্গতদের পাশে শুধু সরকারকে দাঁড়ালেই হবে না। সিলেটে অনেক বিত্তশালী মানুষ রয়েছেন। তাদেরকেও এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn