সিলেট নগরীতে লাখো মানুষ আদায় করলেন পবিত্র ঈদুল ফিতরের নামাজ। ঈদের নামাজে মুসল্লীরা অশ্রুভেজা কন্ঠে ক্ষমা চান মহান রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন তারা। সিলেটে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় অনুষ্ঠিত ওই ঈদগাহে একসাথে ২৫-৩০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। শাহী ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে অনেকে পাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এছাড়া সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে, সকাল সাড়ে ৮টায় আলীয়া মাদরাসা মাঠ ও টিলাগড়স্থ শাহ মদনী শাহী ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমার খোজারখলা মার্কাজ মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান জামায়াত। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকার মসজিদগুলোতেও সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn