আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাম জাকারিয়া নাফলু ও আবীর গ্রুপের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের বরাতে জানা গেছে, সিলেটী ও সিলেটের বাইরের গ্রুপের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েক রাউন্ড গুলির বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।পরে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn