মাহবুব-আলম-

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পদক এসএম জাকির হোসাইন তিন দাবি উত্তাপন করেছেন। এর মধ্যে দু’টি দাবি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে এবং একটি দাবি জালালাবাদ এসোসিয়েশনের কাছে করেছেন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ অডিটোরিয়ামে জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির আয়োজিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ দাবিগুলো উত্তাপন করেন। এ সময় মঞ্চে শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম তোফায়েল সামি ও সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ সম্পাদক বলেন, শিক্ষামন্ত্রী আমার সম্পের্কে আত্মীয়। সুতরাং আমি দুইটি দাবি উনার কাছে রাখতে চাই। দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটসহ দেশের আটটি বিভাগে পিএসপি পরীক্ষার জন্য আলাদা করে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা ও সিলেটী শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি জন্য মটিবেশন মুলক প্রোগ্রামের আয়োজন করার।
শিক্ষামন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে জাকির বলেন, আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপাড়া করেছেন, তখন হয়তো হাতে গনা কয়েকজন সিলেটী শিক্ষার্থী ছিল। আমি যখন ভর্তি হই, তখনও সিলেটী খুব কম ছিল। মৌলভীবাজার জেলা থেকে আমি একা ছিলাম। কিন্তু এখন আর সেই চিত্র নেই। বর্তমানে বৃহত্তর সিলেট থেকে চার-পাঁচশত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। এটা হচ্ছে আমাদের জন্য ও সিলেটবাসীর জন্য সুখবর। তিনি বলেন, আমরা এক সময় দেখতাম, অভিভাবকরা আমাদের মত বয়সের ছেলেদের বাইরে পাঠিয়ে দিত। মধ্যপাচ্য, লন্ডন, আমেরিকা ও ইতালির মত দেশগুলোতে পাঠানো হত তাদের। কিন্তু এই সংখ্যাটি একটু কমেছে। আমাদের বৃহত্তর সিলেটের ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়েছে। আর এই আগ্রহকে আরো বৃদ্ধি করার জন্য মোটিভেশন মুলক প্রোগ্রাম করতে হবে। তা হলে সিলেটী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আগ্রহী হয়ে উঠবে। এছাড়াও চাকুরির ক্ষেত্রে সিলেটীদের অগ্রধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাকির। পিএসপি পরীক্ষা কেন্দ্র সম্পর্কে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বিমিএস-এ লিখিত পরিক্ষায় উত্তীন্ন হওয়ার অনেকেই ঢাকা এসে কোথায় থাকবে, এমন ভয়ে মৌখিক পরীক্ষা দিতে আসে না।
তিনি বলেন, আমাদের সিলেটীরা মনে করে ঢাকায় আসার আগে লন্ডনে যাওয়া যায়। তাই অনেকেই ঢাকায় আসতে চায় না। তাই সিলেটীদের জন্য আলাদা একটি আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে। শুধু সিলেটের জন্য নয়, জানিয়ে তিনি আরো বলেন, দেশে আটটি বিভাগে আটটি আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে। এদিকে, জালালাবাদ এসোসিয়েশনের কাছে যে দাবি রেখেছেন সেটি হলো:- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেটী সকল শিক্ষার্থীকে সদস্য পদ দেওয়া।
তিনি বলেন, আমি যখন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেম, তখনো জালালাবাদ এসোসিয়েশন আমাদের কোন খোঁজখবর নেন নাই। তারা আমাদের প্রতি সব সময় অবিচার করেন। আমরা সবাই জালালাবাদ এসোসিয়শনের মেম্বার হতে চাই। এছাড়াও গরীব-মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসূফ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn