সিলেট-১ আসনে আবারও নিজের প্রার্থিতার কথা ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  আজ শুক্রবার (০৯ জুন) সকালে সদর উপজেলা কমপ্লেক্সে চা শ্রমিকদের অর্থ ও খাদ্য সহয়ায়তা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী এমন ঘোষণা দেন।  অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নিজের প্রার্থিতার ব্যাপারে ‘শতভাগ আশাবাদ’ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় সিলেটে সদরের ১২টি চা বাগানের ১৭৯০ জন চা শ্রমিককে অর্থ ও খাদ্য সহয়তা দেওয়া হয়। সহায়তা প্রদানকালে মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে তার পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মো. ফারাবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এর পূর্বে সিলেটে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভূমি পরিদর্শন করেন মন্ত্রী। এ ব্যাপারে তিনি জানান- সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সবচেয়ে বড় বাধা ছিল জায়গা। জায়গার সমস্যার সমাধান হয়ে যাওয়ায় এ বছরই প্রতিষ্ঠানের কাজ শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn