সামস শামীম( ফেসবুক থেকে)-প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চল পুরোপুরি ব্যবসা ও পর্যটনের জন্য খুলে যাবে। সহজেই পর্যটকরা সুনামগঞ্জ হয়ে হাওরের উড়াল সড়ক দিয়ে নেত্রকোণা হয়ে ঢাকা চলে যাবে। উড়াল সড়কের দুই পাশে কিছু ইয়ূথ হোস্টেল করে দেব আমরা। টিনসেডের বাংলো টাইপের এসব হোস্টেল। ভবনের নক্সায় কোন ফুটানি থাকবেনা। পরিষ্কার পানি ও রান্নাবান্নার ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা হাওরের উড়াল সড়কে ঘুরতে আসবে। তারা এসব ইয়ুথ হোস্টেলে আলাদাভাবে থাকবে, নিজেরা রান্না করে খাবে। হাওরের বাউরি বাতাসে অবগাহন করবে। এই পরিকল্পনা রয়েছে আমার। তিনি বলেন, আমরা সুনামগঞ্জকে খুলে দিতে চাই। যাতে সারাদেশ এখানে প্রবেশের সুযোগ পায়। ব্যবসা-বাণিজ্য পর্যটন সম্প্রসারণ হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn