সুনামগঞ্জ  : সুনামগঞ্জের জেলা প্রশাসক কর্তৃক চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের নবনির্মিত ১০তলা ভবনের প্রবেশপথে ‘অবৈধ স্থাপনা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি’রসহ অনিয়ম দুর্নীতির  অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে  জেলা আইনজীবী সমিতি।  বুধবার (২৫ নভেম্বর) সকালে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আইনজীবীরা অভিযোগ করে জুডিশিয়াল ম্যাজিস্টেট আতালতের নবনির্মিত ভবনের প্রবেশ পথ বন্ধ করতে জেলা প্রশাসক আব্দুল আহাদ অবৈধভাবে স্থাপনা তৈরী করছেন। আদালত কর্তৃক স্থিতাবস্থা থাকা সত্ত্বেও জেলা প্রশাসক আদালতের আইন অমান্য করে স্থাপনা তৈরী করছেন।  এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে জেলা প্রশাসক আইনজীবীদের বিরুদ্ধে কুৎসা রটনাসহ বিষোদগার করার অভিযোগ করছেন বলে অভিযোগ করেছেন বক্তারা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদর উদ্দিনের সঞ্চালনায়  মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবীদের সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন, রইস উদ্দিন আহমদ,  সাবেক সভাপতি হুমায়ূন মঞ্জুর চৌধুরী, বজলুল মজিদ চৌধুরী খসরু, রুকেশ লেইস, সৈয়দ শামসুল  ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম,  মাসুক আলম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn