সুনামগঞ্জ  :: সুনামগঞ্জ সদর উপজেলার লিলপুর বাজারে মসজিদ মার্কেটের পশ্চিমের গলির অন্তত ১৫ টি দোকানকোটা আগুনে পুড়ে ছাঁই হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা। তবে এখনও অগ্নি কান্ডের কারন জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। পতক্ষদর্শী মোশারফ মুসা জানান, রাত ১১ টা ১৫ মিনিটের দিকে বাজারে আগুনে সূত্রপাত ঘটে। আগুনে অন্তত ১৫টি দোকানপাঠে ৫০ লাখ টাকার সালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি তদন্ত আব্দু্ল্লাহ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস কাজ করছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn