সুনামগঞ্জ  :: সুনামগঞ্জে ইয়াবাসহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) আমিরুল হক এনাম ও ইয়াবা কারবারি তাজ আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।  সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তরফদার এই দন্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারি পাবলিক প্রসিকিউটর আমিরুল হক এনাম মোহাম্মদপুরস্থ বাসভবনে সোমবার বিকেল সাড়ে ৪টায় ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয়রা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে নামেন।  এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তরফদারের উপস্থিতিতে আইনজীবী আমিরুল হক এনাম ও ইয়াবা কারবারি শহরের বড়পাড়ার আহম্মদ আলীর ছেলে তাজ আলীকে আটক করে। এসময় ঘর থেকে ১৯ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণও উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দু’জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। এখানে দু’জনকে ৩ মাসের দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিল আহমদ তরফদার।  অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সাজিদুল হাসান, উপপরিদর্শক রবিউল্লাহ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn