মুহিত চৌধুরী: টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা-প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলসহ বিশুদ্ধ পানির উৎস বন্যার পানিতে তলিয়ে যাবার কারনে এ সংকট দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষ বাধ্যহয়ে পান করছেন হাওরের দূষিত পানি। এতে করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হবার আশংকা দেখা দিয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলাপ্রশানক ও ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক মো: শরিফুল ইসলাম জানান,বিশুদ্ধ খাবার পানি নিয়ে উদ্বেগের কারণ নেই, গতকাল সোমবার আমরা ৫৮হাজার পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করেছি। আমাদের হাতে এখনও মজুদ আছে আরো ৫০হাজার পানি বিশুদ্ধকরণ টেবলেট। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরো জানান, জেলা সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার উপজেলায় বন্যার পানিতে প্রায় ১৩ হাজার ১০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ, চাল, শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, পানি বিশুদ্ধ করার জন্য বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের পাশাপাশি যেসব টিউবওয়েল নষ্ট হয়েছে তা দ্রুত মেরামতেরও ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ডুবে যাওয়া টিউবওয়েল বন্যার পানি নেমে গেলে ব্লিচিং পাওডার দিয়ে ধোয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn