সুনামগঞ্জ :: সুনামগঞ্জে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধাঁ দিয়েছে বলে ছাত্রদলের নেতাকর্মী জানিয়েছেন। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামার খালী সড়কের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র যখন ফেইসবুকে একটি লেখা আপলোড দিয়েছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে ভারতের কাছে, তখন ওই তাকে ছাত্রলীগের গুন্ডা বাহিনী নির্মম ভাবে তাকে হত্যা করেছে। অবিলম্বে খুনিদের ফাসি দেওয়ার আহবান জানান নেতা কর্মীরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সহ-সভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক সুমিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহামন হাবিব, জেলা ছাত্রদল নেতা আনোয়ার আলম, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা উবায়দুল ইসলঅম, মিশুক আহমদ, হুসিয়ার আলম, পাপন তৌহিদ রহমান, রাহুল শাহ, শ্রাবন আলম, মাসুম, ফারুখ আহমদ, নাঈম ইসলাম, মমিনুল রহমান পীর শান্ত প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn