মহামারি করোনা ভাইরাসের কারণে রাজধানী ঢাকার বড় দুটি শপিং মলসহ বড় বিপণীবিতান গুলো ঈদের আগে না খোলার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগ পর্যন্ত ঘোষণা না দিলেও আগামী ১৫ মে’র আগে সুনামগঞ্জের বিপণীবিতাণসহ দোকনপাট ‍খোলছে না। শনিবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সুনামগঞ্জের সকল ব্যবসায়ীদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্বান্ত হয়, করোনা ভাইরাসের ব্যাপকতার কারণে ১৫মে পর্যন্ত সুনামগঞ্জের পোষাকের দোকানসহ সব দোকানপাট বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা মোতাবেক খোলা থাকবে ঔষধ, ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান।
সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ’র সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ব্যবসায়ি সুশান্ত দাস, পৌরসভার সাবেক ভার্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িরা। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল বলেন, সাবিক পরিস্থিতির কারণে আপাতত ১৫মে’র আগে সুনামগঞ্জের দোকানপাট খুলছে না। পরে পরিস্থিতি বুঝে সিদ্বান্ত নেয়া হবে। তবে আগের মতই খোলা থাকবে ফার্মেসীসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn