একে কুদরত পাশা-

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের বাংলো থেকে সোমবার দুপুরে ৬ফুট লম্বা ও ৪ ফুট লম্বা দুটি বিষাক্ত সাপ ধরতে সক্ষম হয়েছেন সর্পরাাজ রজব আলী ও জমির আলী। পুলিশ সুপার জানান, রবিবার রাত্রে সাপ দেকেই আমি সর্পরাজ কে খবর দেই, পরে তারা সকালে আসবে বলে জানায়। সর্পরাজ রজব আলী জানান, স্যারের বাংলোয় বিষাক্ত সাপের খবর পেয়ে আমি সহকর্মি জমির আলীকে নিয়ে স্যারের বাংলোয় এসে সাপের অবস্থান কোন জায়গায় তা জেনে নেই। এর পর বিষাক্ত দুটি সাপ কে বাহির করার কৌশল করে তাদের ধরতে সক্ষম হই। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি, (হেডকোয়ার্টার) তাপস রঞ্জন ঘোষ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলি আবু সিদ্দিকুর রহমান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn