উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আলী খোশনুর এবং সাধারণ সম্পাদক পদে জাহেদ হাসান নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩৮৮ এবং ৪৯০। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সাইফুল ইসলাম ৩৪১ ভোট, সাধারণ সম্পাদক পদে নিকটত প্রতিদ্বন্দ্বি আবু সুফিয়ান ২৬০ ভোট পেয়েছেন। শহরের উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে গণনা শেষে রাত ৯ টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি সুশান্ত রায় ও মো. সুহেল মিয়া, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ চন্দন প্রসাদ রায়, ক্রীড়া সম্পাদক নূরুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অরুন তালুকদার, দপ্তর সম্পাদক মো. রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, বাজার বিষয়ক সম্পাদক মো. ওয়াসিম আহমদ, সাংগঠনিক      সম্পাদক হাবিব আহমদ, সদস্য জয়ন্ত চন্দ্র বণিক, সুমন বণিক, মো. ইকবাল হোসেন, মো. সফিকুল ইসলাম ও মো. পারভেজ মিয়া। ফলাফল ঘোষণার পর খোশনুর-জাহেদ পরিষদের নির্বাচিত সভাপতি মোঃ আলী খোশনুর বলেন,‘আমি সকল ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ, তারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি সুখে-দুঃখে ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করবো।’ নির্বাচিত সাধারণ সম্পাদক জাহেদ হাসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সহসভাপতি সুশান্ত রায়, মো. সুহেল মিয়া ও সহসাধারণ মুহাম্মদ জুয়েল মিয়াও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচনে খোশনুর-জাহেদ পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জন, সাইফুল-পারভেজ ঐক্য পরিষদের ২ জন সহসভাপতি, সহসাধারণ সম্পাদকসহ ৯ জন, এবং সাংগঠনিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হাবিব আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি মোজ্জামেল হক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn