পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল হারিয়ে সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওরাঞ্চলের নিঃস্ব মানুষগুলো অর্থের অভাবে ইফতার ও সেহেরিতে ঠিকমতো খেতে পারছেন না। ৬ জুন মঙ্গলবার সময় টিভি’র এক প্রতিবেদনে এ সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জে সেহেরিতে পানি ভাত আর ইফতারে রুটি শাকপাতা দিয়েই চলছে রোজা পালন। দুর্দশার কথা জানিয়ে সদর উপজেলার লালপুর গ্রামের সুর্যা বানু বলেন, ‘যা জোগাড় করতে পারি তাই খাইতে পারছি।’ এদিকে রমজানে একই অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া, শামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। ফসল হারিয়ে আর্থিক অনটনে থাকা এ মানুষগুলো খেয়ে না খেয়ে অতিকষ্টে রোজা পালন করছেন। পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব এখন হাওরাঞ্চলের হাজার হাজার মানুষ। টাকার অভাবে বাজার সদাই করতে পারছেন না অনেকেই। অন্যান্যবারের মতো ইফতারির দোকানগুলোতে নেই ক্রেতার ভিড়ও।  রমজানে সরকারিভাবে না হলেও বেসরকারি উদ্যোগে অসহায় মানুষগুলোকে সহায়তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মাহমুদ আকন্দ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn