সুনামগঞ্জের হাওরে দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি কৃষিঋণ মওকুফ ও বেসরকারি এনজিওদের কিস্তি আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। শনিবার (২৭ মে) দুপুরে শহরের আলফাত স্কয়ারে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে আইনজীবী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুর মজিদ চৌধুরী খসরু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায়, সুজনের সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী ও  উদীচী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন না খেয়ে আছে, সরকার কৃষিঋণ স্থগিত করেছে কিন্তু মাফ করেনি, কৃষকরা এখন দিশেহারা। তাই অবিলম্বে তাদের সকল কৃষিঋণ মওকুফ করতে হবে এবং বেসরকারি এনজিওদের যেসব ঋণের কিস্তি আদায়ে কৃষকদের চাপ দেয়া হচ্ছে, সেই কিস্তি আদায় বন্ধ করতে হবে। না-হলে এনজিওদের বিরুদ্ধেও কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন বক্তারা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn