বার্তা ডেস্ক :: নাটকিয় ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। এই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ইংলিশরা। আর টানা দুইবার ফাইনালে হেরে বিশ্বকাপটা অধরাই রয়ে গেলো কিউইদের। শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলাটি গড়ায় সুপার ওভারে। কিন্তু এতেও সমাধান হয়নি। সুপার ওভারেও দুদল করে সমান ১৫ রান। পরে খেলার ফলাফল নির্ধারণ হয় পুরো বাউন্ডারির হিসাবে। সুপার ওভারের নিয়মই, যদি কোন খেলায় সুপার ওভারেও ম্যাচ টাই হয় তবে ম্যাচে বেশী বাউন্ডারি হাঁকানো দল বিজয়ী হবে। আর এই সুত্রতেই ফাইনালে জয় পায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ড বাউন্ডারি হাঁকায় ১৬ টি। যার মধ্যে ১৪টি চার আর ২টি ছক্কা। আর পরের ইনিংসে ব্যাট করে ইংল্যান্ড হাঁকায় ২৪ টি বাউন্ডারি, ২২টি চার আর ২টি ছক্কা। তাই সুপার ওভারের নিয়মানুযায়ী চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn