সুরমা ইউনিয়ন মেম্বার ময়না মিয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ
আল-হেলাল-
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ময়না মিয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহনের মাধ্যমে ভিজিএফ সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের অভিযোগ উঠেছে। গত ৩রা মে এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ,তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত ৩৮ কেজি চাল ও ৫শত টাকা প্রদানের কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫ শত টাকা হারে ঘুষ নেন মেম্বার ময়না মিয়া। দ্বিতীয় দফায় কার্ডধারীদের মধ্যে চাল বিতরনের পরে আরো ৫ শত টাকা হারে ঘুষ নেন তিনি। অভিযোগকারীরা হচ্ছেন মইনপুর গ্রামের সফিক মিয়া,তাজ উদ্দিন ও ছয়ফুল্লাহ প্রমুখ। তাদের দাবী মেম্বার ময়না মিয়া ৩৮ কেজি চাল ও ৫ শত টাকা প্রদানের জন্য দুদফায় আমাদের কাছ থেকে এক হাজার টাকা হারে ঘুষ নিয়েছেন মেম্বার। একই গ্রামের সিফু মিয়া,আবেদীন,ইকবাল হাসান,আব্দুল কাহার,বাবুল মিয়া,কাছম আলী,মফিজুর রহমান,ফয়ছল আহমদ,পাবেল আহমদ,তোফায়েল আহমদ,ছুরত আলী,ছইদুর রহমান,শাহজামাল,রাজ মিয়া,আব্দুল হান্নান, কালা মিয়া,সুকুর মামুদ,সেলিম,জুয়েল মিয়া,নূর আহমদ,নজির, লতিবুর,আবেদ আলী,শামসুল হক,সমুজ আলী, ফরিদ,জসীম,শফিক, ফয়জুল হক, সৈয়দুর,সোনা মিয়া,মানিক মিয়া,শামীম,রাসেল,মোঃ কবির হোসেন,রুমান আহমদ,আজিজুল হক, নজরুল ইসলাম, সুজন,আব্দুল মনাফ,জাকির হোসেন,ছবির,ইজাজুল,মোকাব্বির,শওকত আলী, জুবায়ের আহমদ,আপ্তাব উদ্দিন,দেলোয়ার হোসেন,ক্বারী আব্দুল কদ্দুছ,কুদরত আলী,শাহীন,তোফায়েল,পারভেজ,আমির আলী,সুমন মিয়া,নোমান আহমদ,আতিকুর রহমান,সুজন মিয়াসহ ৮৫ জন ভুক্তভোগী নাগরিক দায়েরকৃত অভিযোগপত্রে স্বাক্ষর করেন। তাদের অভিযোগ প্রকৃত সুবিধাভোগীদেরকে বঞ্চিত করে মেম্বার ময়না মিয়া স্বজনপ্রীতির আশ্রয়ে নিজের আত্মীয় স্বজনের মধ্যে এক পরিবারের ২/৩ জনকে প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণের চাল ও টাকা প্রদান করেছেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ময়না মিয়া বলেন,গত ১লা মে আমার ওয়ার্ডের ৮৪ জন সুবিধাভোগীদের মধ্যে চেয়ারম্যান ও সচিবের উপস্থিতিতে ৩৮ কেজি চাল ও ৫শত টাকা হারে প্রদান করা হয়েছে। ত্রাণের চাল ও টাকা প্রদানের তালিকা আমিই করেছি। তবে তালিকা করতে গিয়ে আমি কারো কাছ থেকে কোন টাকা গ্রহন করিনি। অন্যদিকে অভিযোগকারীরা চ্যালেঞ্জ করে বলেন,ইতিমধ্যে তিনি যাদেরকে চালসহ টাকা দিয়েছেন তাদের তালিকা তল্লাসী করলেই প্রমাণ হবে তিনি কতটুকু স্বজনপ্রীতি ও ঘুষ দুর্নীতির আশ্রয় গ্রহন করেছেন।