কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবার কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার সম্প্রচার বন্ধ করলো সৌদি আরব। টেলিভিশনটি দেশটির সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের অভিযোগ।যদিও আল-জাজিরা বলছে, তারা বরাবরের মতোই স্বাধীনভাবে সবার কাছে সত্য সংবাদটি পৌঁছে দিতে কাজ করে আসছিল। এর আগে সৌদির সঙ্গে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মিশর, লিবিয়া ও মালদ্বীপ কাতারের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে। সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ বিভিন্ন সুন্নি আরব দেশ কাতারকে কড়া বার্তা দেয়ার পেছনে আমেরিকার পরোক্ষ মদদ থাকতে পারে। কারণ পশ্চিম এশিয়ায় ইরানপন্থী কোনো সুরকে বরদাস্ত করতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু কাতারও আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র দেশ। সেখানে বড় মার্কিন ঘাঁটি রয়েছে। ওই ঘাঁটি থেকে আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আমেরিকা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn