২০১৭ সালের শুরু থেকে দখলদার ইসরাইলি বাহিনীর হাতে ১১ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। রামাল্লা ভিত্তিক এনজিও প্রতিষ্ঠান ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল ফিলিস্তিন (ডিসিআইপি) এ তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রদত্ত তথ্যমতে, নিহতদের মধ্যে দশ শিশু সরাসরি ইসরাইলি বাহিনীর গোলা বারুদের আঘাতে নিহত হয়েছে। অপর একজনকে মাথা ও বুকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ নিহত ১৭ বছর বয়সী কিশোর মোহাম্মদ লাফিকে গত শুক্রবার আল-আকসা মসজিদ নিয়ে সংঘর্ষের সময় গুলি করে হত্যা করা হয়। এক বিবৃতিতে ডিসিআইপি ইসরাইলি বাহিনীকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায়। পাশাপাশি হত্যাযজ্ঞ পরিচালনার বিষয়ে সংযম প্রদর্শনেরও আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। এনজিওটি ফিলিস্তিনি শিশু-কিশোরদের নির্বিচারে হত্যার বিষয়ে আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ২০১৬ সালে ইসরাইলি বাহিনী দখলকৃত জেরুসালেম ও পশ্চিমতীরে কমপক্ষে ৩৫ শিশু-কিশোরকে হত্যা করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn