ন্যাথান লায়নের ঘূর্ণি বিষে নীল হয়ে গেছে টাইগাররা। ঢাকা টেস্টে একাই ৯ উইকেট নেয়ার পর চট্টগ্রাম টেস্টে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য নতুন রেকর্ড গড়লেন তিনি।সেই সঙ্গে ভেঙে দিয়েছেন ১৩০ বছরের রেকর্ড। অস্ট্রেলিয়ার হয়ে এর আগে কেউ ২০ উইকেটের বেশি নিতে পারেননি। তবে এবারের বাংলাদেশ সফরে তা করে দেখিয়েছেন লায়ন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার তুলে নেয়া ৫ উইকেটের ৩টিই ছিল লায়নের। শেষ উইকেটটি ছিল সাকিবের। এ দিয়ে মাইলফলক গড়েন লায়ন।দুই টেস্টের সিরিজে অস্ট্রেলীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৮ উইকেট নেয়ার রেকর্ড এতদিন দখলে রেখেছিলেন জেজে ফেরিস। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের হয়েই টেস্ট খেলেছিলেন বাঁহাতি এ পেসার।১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে দুই ম্যাচের অ্যাশেজ সিরিজ দিয়ে তার অভিষেক ঘটেছিল টেস্ট ক্রিকেটে। সেই সিরিজে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১৮ উইকেট নিয়েছিলেন ফেরিস।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn