বার্তা ডেস্ক :: দেশের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৬ মে, ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে -এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৬ মে, ২০২০ পর্যন্ত বর্ধিত করা হলো। কার্গো, ত্রান-সাহায্য, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে। এর আগে দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট ওঠানামায় চার দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে ৭ মে পর্যন্ত বেঁধে দেয়া হলেও দেশের এয়ারলাইন্সগুলোকে আগামী ৮ মে থেকে অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে বলেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক জানানো হল যে, অভ্যন্তরীন ও আন্তর্জাতিক উভয় রুটের বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৬ মে, ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn