১৯৭২ সালের করা বাংলাদেশের প্রথম সংবিধান ভালো ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। তিনি দাবি করেছেন, এই সংবিধান আওয়ামী লীগই নষ্ট করেছে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জোট সরকারের আমলের আইনমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু জীবিত থাকতেই সংবিধানে চারটি সংশোধনী আনা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত ছিল চতুর্থ সংশোধনী। তবে তিনি প্রথম সংবিধানে রাষ্ট্রীয় চার মূল নীতিতে হাত দেননি। এগুলো  মওদুদ বলেন, ‘সেই সংবিধান তো ভালো ছিলো। কিন্তু আপনারা সেটি নষ্ট করেছেন।৭২ এর সংবিধান যারা রচনা করেছিলেন তারা তা নষ্ট করে এদেশে বাকশাল কায়েম করে জনগণের অধিকার হরণ করেছিলেন।’

বিএনপির প্রতিষ্ঠানা জিয়াউর রহমানের প্রশংসা করে বিএনপি নেতা বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বিচারপতিদের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করেন। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আবারও সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিলের গুরুত্ব প্রতিষ্ঠিত হলো। বর্তমান সরকার অত্যন্ত সুকৌশলে বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি নস্যাৎ করার পায়তারা করে ব্যর্থ হয়ে হয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের এই রায় একটি ঐতিহাসিক রায়। এই রায় জনগণের পক্ষে গেছে।

ক্ষমতায় গেলে আইন করে অথবা সংবিধান সংশোধন করে বিএনপি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করবে বলেও জানান মওদুদ। বলেন, ‘এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত হবে।’ ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দীন খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn