সিলেটের :: সিলেটের গোলাপগঞ্জে জোড়া খুনের মামলায় একজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের  বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নিজাম উদ্দিন। মৃত্যুদন্ড প্রাপ্ত কামরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র । এছাড়া একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে রানু মিয়াতে তিন বছেরর সাজা দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামী  মনোয়ারা বেগম এবং আয়েশা আক্তারকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জের মেহেরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে  রুবেল আহমেদ ও ফারুক মিয়ার উপর হামলা চালায় আসামিরা। গুরুতর আহত হয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল ও ফারুক। ঘটনার দুই দিন পর নিহতদের বোন নাজিরা বেগম চারজনকে আসামী করে গোলাপগঞ্জ থানায় মামলাদায়ের করেন। পুলিশ  তদন্ত শেষে ওই বছরের ২০ জুন আদালতে চার্জশীট দাখিল করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn