প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে সরকারি, বিরোধী এবং স্বতন্ত্র এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়লেও এবার তার পক্ষ নিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘অর্থমন্ত্রী ১১টি বাজেট দিয়েছেন। উনি বেঁচে থাকলে আরও দেবেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তিনি আরও বাজেট দেবেন। কারণ তার প্রতি প্রধানমন্ত্রীর আস্থা আছে।’

গতকাল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু অর্থমন্ত্রীর পদত্যাগ চান। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু যে ভাষায় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন আমি এ ভাষা আশা করিনি। সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু সমালোচনা হবে গঠনমূলক। বাবলুর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যখন বয়স নিয়ে কথা বলেন, আপনাদের নেতা এরশাদের বয়সের কথা চিন্তা করেন না? যার নেতৃত্বে আপনি দল করেন। তার বয়স তো অর্থমন্ত্রীর চেয়ে পাঁচ বছর বেশি। বাবলু কী করে ভুলে গেলেন তার (এরশাদ) বয়স ৮৬ এর বেশি? আমাদের অর্থমন্ত্রীর চেয়ে বেশি। বাবলু যদি বলত, হুসেইন মুহম্মদ এরশাদের অনেক বয়স হয়েছে, আপনি আগে পদত্যাগ করেন। তাহলে কথাটা খুব ভালো ছিল।’

তোফায়েল বলেন, ‘অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন। আমরা নিজেরাও অনেকে এ বাজেটের সমালোচনা করেছি। এ বাজেট আমাদের ক্যাবিনেটে অনুমোদিত। এটা প্রস্তাব, ফাইনাল নয়। যদি বাজেট নিয়ে কোনো কথা থাকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন, বাজেট পেশের পরে যদি কোনো সমস্যা থাকে, জনগণের ওপর যদি করের বোঝা আসে, ব্যাংকের বিষয় নিয়ে তিনি সেগুলো দেখবেন।’

বর্তমান সরকারকে জালেম সরকার বলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া গতকাল বলেছেন, জালেম সরকার। কিন্তু উনি ভুলে গেছেন ২০০১ এর কথা। বেগম খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। নামটা যখন বলে নামের আগে যে বিশেষণ আছে সেটাও উল্লেখ করে না। তার মানে হলো মনের মধ্যে ক্রোধ, হিংসা এবং প্রতিহিংসা। শুনতেও খারাপ লাগে। আমরাও তো ইচ্ছে করলে সেভাবে বলতে পারতাম।’ তিনি বলেন, ‘উনি (খালেদা) ভিশন ২০৩০ দিয়েছেন। যেটা আমাদের প্রধানমন্ত্রীর ভিশনকে অনুসরণ করেছেন। খালেদা জিয়া বলেছেন, তিনি প্রতিহিংসায় যাবেন না। অন্যদিকে তিনি বললেন, এক কাপড়ে আমাদের বিদায় করবেন।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn