বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে না পাকিস্তান। চলতি বছরের জুলাইয়ে তিন ওয়ানডে, দুই টেস্ট ও টি২০ সিরিজ খেলার কথা ছিল। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগস্টে অস্ট্রেলিয়া আসছে। পাকিস্তানের সঙ্গে তাই সিরিজ খেলার সময় পাওয়া যাবে না। আর ওরা যেহেতু সাড়া দেয়নি, আমরা ধরে নিয়েছি এ সিরিজ আর হচ্ছে না। ‘ এদিকে ভবিষ্যত সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগামী ২০১৯ সালের মার্চ-এপ্রিলে পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এর মধ্যে পাকিস্তান যদি পুনরায় সূচি চূড়ান্ত করতে চায়, তাতে অবশ্য বিসিবির আপত্তি নেই।

জালাল ইউনুসের কথায় যা এমন, ‘এটা বলা খুব কঠিন। আমরা আগেই বলেছি ওদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব। তবে আবারও যদি ওরা খেলতে চায়, তাহলেও আমরা খেলতে রাজি আছি। ‘এই সফর না হলেও দুই দেশের ক্রিকেট সম্পর্কে কোনো টানাপোড়েন তৈরি হবে না বলে মনে করেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা সাময়িক ব্যাপার। হয়তো তাদের কোনও অভিমানের কারণে হয়ে থাকতে পারে। আমি জানি না ঠিক। কিন্তু আমার মনে হয় না এটা স্থায়ী কোনো সমস্যা। আশা করছি আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে। ‘

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn