ধর্ষণ প্রচেষ্টায় মামলা এফআইআর

ছাতকে ক্ষুদ্র হোটেল ব্যবসায়ির স্ত্রীকে দূর্বৃত্তদের ধর্ষণ প্রচেষ্টায় থানায় মামলা এফআইআর করা হয়েছেমঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলা গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির হালকেয়ারী গ্রামে এঘটনা ঘটেজানা যায়, গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র জাহাঙ্গীর আলম কয়েক বছর থেকে স্থানীয় জালালপুর পয়েন্টে চায়ের দোকান দিয়ে পরিবার নির্বাহ করে আসছিলঘটনার রাতে সে চায়ের দোকানে থাকাকালে জাহাঙ্গীর আলমের স্ত্রী হাবিবা বেগম (২২) কে বাড়িতে একা পেয়ে একই গ্রামের রুবেল ও আখতারসহ কয়েকজন ঘরে প্রবেশ করে ধর্ষনের প্রচেষ্টা চালায়এসময় তার শোর চিকারে পাশের ঘরের লোকজন এগিয়ে আসলে ধর্ষনে ব্যর্থ হয়ে হাবিবার গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় আসামিরাএব্যাপারে জাহাঙ্গীর আলম বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেনপুলিশ রাতেই মামলাটি এফআইআর করা হয়েছে বলে জানান।  

 শ্রমিক নেতা মুজিবুর রহমানের মৃত্যুতে শোক

ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাকুরা নিবাসি পরিবহন শ্রমিক নেতা সমাজসেবী মুজিবুর রহমানের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন নেতৃবৃন্দপৃথক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেনবিবৃতিদাতারা হলেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরজক আলী, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আকবর আলী, ছোতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনুল ইসলাম হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, ধারন নতুনবাজার দাখিল মাদরাসা কমিটির সভাপতি হাজি ইছাক আলী, আরশ আলী খান ভাসানী, কাজি মাওলানা মসহুদ আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন আলীগের সাধারন সম্পাদক এড. শামসুর রহমান, লীগ নেতা ছমরু মিয়া, আব্দুল কাইয়ুম প্রমূখ    

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আলোচনা

ছাতকের গোবিন্দগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে রমজানের তাপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়বুধবার ২১জুন ২০১৭ইং শাখা ব্যবস্থাপক মো. মাকসুদ ইবনে মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান কাজী মোতাহার হোসেনএতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ অধ্য সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রকিবসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের আম্বরখানা শাখা ব্যবস্থাপক আবু নাসের, গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন এএসএম লুফুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইমাম হাসান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানএতে উপস্থিত ছিলেন, মাওলানা আমির আলী, মাওলানা আইন উদ্দিন, ছাতক প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, কোষাধ্য আতিকুর রহমান মাহমুদ, সাংবাদিক মোশাহিদ আলী, সদরুল আমিন,ব্যবসায়ি ইবরাহিম আলী, আব্দুল কাহার, ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ি, শিক, সাংবাদিকসহ ব্যাংকের গোবিন্দগঞ্জ ও সিলেটের বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তাবৃন্দমাওলানা আব্দুর রকিব বলেছেন, সিয়াম বা রোজা হচ্ছে অন্যান্য ফরজ কাজের মতো পালন করা নয়, পানাহারসহ বিভিন্ন অন্যায় কাজ বর্জন করার নামই হচ্ছে রোজাতাই সিয়াম সাধনার মাধ্যমে মানবিক গুনাবলীর বিকাশও পরিপূর্ণতা ঘটিয়ে প্রত্যেকে নিজেদের জীবনে তাকওয়া অর্জনে সমতা লাভ করতে হবেতবেই ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া সম্ভব। 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn