বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিট জেলার ৪ টি উপজেলায় ২০০০ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে নগদ ৪ হাজার করে ৮০ লাখ টাকা বিতরণ শুরু করেছে। সুইস রেডক্রস’র অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদর কার্যালয় প্রাঙ্গণে এই নগদ টাকা বিতরণ শুরু হয়। ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অডিট বিভাগের পরিচালক ইনচার্জ এএইচ এম মাইনুল ইসলাম, রেসপন্স বিভাগের সহকারী পরিচালক নুরুল আমীন, তাজুল ইসলাম, এনডিআরটি সদস্য তাঞ্জিম, সুইস রেডক্রস প্রধান (হিসাব ও প্রশাসন) আরিফ ইব্রাহিম  চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিমুল এহসান খান, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর প্রমুখ। জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর জানিয়েছেন, জেলার তাহিরপুর, সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ ও শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত ২০০০ কৃষক পরিবারকে এই সহায়তা তুলে দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn