ঈদের ছুটিতে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে চোরের কবলে পড়ে খোয়া গেছে ২লাখ টাকার আইফোন ও নগদ টাকা। এ ঘটনায় বুধবার রাতে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ করেছে খোয়া যাওয়া এক শিক্ষার্থী।’অভিযোগ সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঈদ উপলক্ষে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের, ২০ শিক্ষার্থী ভ্রমণে আসে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদর থেকে ট্রলার ভাড়া করে শিক্ষার্থীরা ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের নৌকাঘাটে রাত্রী যাপন করে । রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেররা শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে দুটি ট্রলার থেকে ৫ জন শিক্ষার্থীর ২টি আইফোন, ৩টি এনড্রয়েড মোবাইল ফোন, ৩টি পাওয়ার ব্যাংক, নগদ ৭ হাজার ২’শ টাকা, কাপড়ের ব্যাগ ও কয়েকজোড়া জুতো চুরি করে নিয়ে যায় চুরেরা।’
ঢাকা বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, টেকেরঘাটে পুলিশ ফাঁড়ি, আনসার ক্যাম্প থাকায় নিরাপদ মনে করে তারা সেখানে দুটি ট্রলার পাশাপাশী নোঙ্গর করে রাত্রী যাপন করে, কিন্তু রাতে সেখানে পুলিশ বা আনসারের কোন টহল তৎপরতা ছিলনা। পরে শিক্ষার্থীরা দিনভর ট্রালারের মাঝি ও স্থানীয় লোকজনের সহায়তায় চুরি হওয়া মোবইিল ফোন সেট ও অন্যান্য মালামাল উদ্ধারে ব্যার্থ হয়ে বিষয়টি তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন কামরুজ্জামান কামরুলকে অবহিত করলে তিনি থানা পুলিশে অভিযোগ করার পরাশর্ম দেন। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, চুরি হওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষে একজন রাতে থানায় সাধাারণ ডায়েরী করেছে। চুরি যাওয়া মোবাইল ফোন সেট উদ্ধার করতে পুলিশ চেষ্টা করছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn