দুদকের মামলায় ফেঁসে যেতে পারেন পিআইসি’রাও
বিগত বোরো মৌসুমে পিআইসি’র কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এবং ঠিকাদারের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু কোথাও সময়মত কাজ শেষ হয়নি। যদিও সুনামগঞ্জ পাউবো কাগজে-ফাইলে দেখিয়েছে পিআইসি সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ বাঁধের কাজ করেছে দুদক’র একজন কর্মকর্তা জানিয়েছেন পিআইসি’র বাঁধ রক্ষা কাজেরও তদন্ত করছে। তদন্তে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক’র তদন্তকারী দলের প্রধান এবং কমিশনের পরিচালক বেলাল হোসেন মঙ্গলবার বিকালে এ প্রতিবেদককে বলেন,‘পিআইসি’র বাঁধ রক্ষা কাজেরও তদন্ত চলছে। তদন্ত চলাকালীন পর্যায়ে কোন মন্তব্য করা যাবে না।’