জামালগঞ্জ:দেশের দীর্ঘতম বাঁশের সাঁকো
নূরুল ইসলাম –
ভারত উপমহাদেশ তথা এশিয়ার দীর্ঘতর বাঁশের সাঁকো জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ফেকুল মাহমুদপুর সাঁকো। ওই সাঁকো দিয়ে এলাকার ছাত্র-ছাত্রীসহ জনসাধারণ চলাচল করছে যুগযুগ ধরে। দেশে উন্নয়নের জোয়ারের ঢামাডোল পেটানো হলেও ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি ফেকুল মাহমুদপুর গ্রামবাসীর। দীর্ঘ প্রায় ১ কিলোমিটার বাঁশের সাঁকো বেয়ে পার হতে হয় তাদের। এই সাঁকো দিয়ে স্কুল কলেজে যাতায়াত করতে হয় শিশু-কিশোরদের। আজ পর্যন্ত জনপ্রতিনিধিসহ প্রশাসনের নজরে একবারও আসেনি বাঁশের দীর্ঘতর সাঁকোটি। সাঁকো পারাপার হতে গিয়ে ঘটনা-দূর্ঘটনায় শিকার হতে হয় আবাল বৃদ্ধ বণিতাদের। যেখানে দীর্ঘতর সাঁকো হতে পারে, সেখানে সড়ক দিয়ে সেতু ও কালভার্ট নির্মাণ যে কঠিন নয়, সেটা একেবারে অনুমিত। একমাত্র কর্তৃপক্ষীয় অবহেলা ও অবজ্ঞার শিকার অত্র এলাকার সাধারণ মানুষ। কবে যে ভাগ্যের পরিবর্তন ঘটবে, সে অপেক্ষায় যুগের পর যুগ প্রহর গুনছেন এলাকার সাধারণ মানুষ।